এশিয়া কাপের দলে সাব্বির রহমান

 



এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে স্থান পেয়েছেন সাব্বির রহমান। এক সময় দেশের অন্যতম হার্টহিটার ব্যাটার হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। যদিও দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে এ তারকা।

সাব্বির সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। ওই ম্যাচে মাত্র ১ রান করেন এ তারকা। ২০১৪ সালে টি-টোয়েন্টি দলে অভিষেকের পর এ পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৩ ইনিংসে রান করেছেন ৯৪৬। যার গড় ২৪.৮৯ ও স্ট্রাইকরেট ১২০.৮১। এ ফরম্যাটে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৮০।

১৭ সদস্যের বাংলাদেশ দলে আছেন নুরুল হাসান সোহানও। যদিও বর্তমানে ইনজুরিতে রয়েছেন তিনি। তবে বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তার সম্পর্কে বিসিবির কাছে পজিটিভ রিপোর্ট রয়েছে। সে কারণেই উইকেটরক্ষক এ ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

দল ঘোষণার আগে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। তিনি নেতৃত্ব পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এরপর বাকি সিদ্ধান্ত নেবে বোর্ড। ১৭ সদস্যের দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন আরও চারজন ক্রিকেটার। যদিও এখনই তাদের নাম প্রকাশ করতে অপরাগতা জানান বোর্ড কর্তারা।

আরও পড়ুন: ফেসবুক থেকে সেই পোস্ট মুছে ফেললেন সাকিব

বাংলাদেশের এশিয়া কাপের দল

সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সাইফ উদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী  মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।

Source: somoynews


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন