ইয়াশকে নায়িকার ৯টা চড় মারার প্রথম দৃশ্যটি কেন ‘পরাণ’ থেকে বাদ?

 


ফেসবুকে প্রকাশিত ‘পরাণ’ সিনেমায় একটি দৃশ্যে দেখা যায়, বিদ্যা সিনহা মিম সহ–অভিনেতা ইয়াশ রোহানকে চড় দিচ্ছেন। পরিচালকের পছন্দমতো না হওয়ায় তিনবার দৃশ্যটি ধারণ করতে হয়। এতে নয়বার ইয়াশের গালে থাপ্পড় মারেন মিম। কিন্তু সিনেমা মুক্তির পর সেই দৃশ্যটি ‘পরাণ’ সিনেমায় খুঁজে পাওয়া যায়নি। কেন বিশেষ দৃশ্যটি সিনেমা থেকে বাদ? সেই উত্তর নেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছে। তাই ফেসবুকে দৃশ্যটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে পরিচালক রায়হান রাফির কাছে জানতে চাইলেন, ‘কেন চড় মারা দৃশ্যটি সিনেমা থেকে বাদ?’

গতকাল হঠাৎ করে মুঠোফোনে দৃশ্যটি খুঁজে পেলেন মিম। তারপর স্মৃতিচারণা। ‘মনে পড়ল, আহারে, “পরাণ”–এর দিনগুলো! দৃশ্যধারণ, আড্ডা, ডাবিং, রিহার্সালসহ শরীফুল রাজ, ইয়াশ রোহান, পরিচালক রায়হান রাফিসহ টিমের সবার সঙ্গে শুটিংয়ের সময় কত স্মৃতি। সেই পরিশ্রমী দিনগুলো যেন শতভাগ সার্থক হয়ে উড়ছে। এসব ভাবতেই হঠাৎ মনে হলো “পরাণ” সিনেমার বিশেষ দৃশ্যটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করি। থাপ্পড় মারার পরে বেচারা ইয়াশ রোহান গালে হাত দিয়ে বসে ছিল। আমাকে বলতেছিল, তোমার হাতে এত শক্তি। তখন আমার নিজেরই খারাপ লাগছিল। কিন্তু কি করব, পরিচালকের অর্ডার, দৃশ্য বাস্তবসম্মত হতে হবে,’ বলেই হাসতে থাকেন মিম।

চড় মারার দৃশ্যটির গল্পটাও সিনেমার মতো রহস্যময়। কারণ, এটিই নাকি ছিল বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের দেখা হওয়ার প্রথম দৃশ্য। ফেলে দেওয়া দৃশ্যটি সম্পর্কে বিদ্যা সিনহা মিম বলেন, ‘সিনেমার গল্পে আমার আর ইয়াশের এভাবে ক্যাম্পাসে দেখা হওয়ার কথা ছিল। দৃশ্যটি ছিল, কলেজের কিছু ছেলে ইয়াশকে ক্যাম্পাসে র‍্যাগ দেয়। তারা বলে, পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে গিয়ে বলতে হবে আই লাভ ইউ। আমি পাশে দাঁড়িয়ে থাকি। সে হঠাৎ করেই এসে আমাকে বলে, ‘‘তোমাকে ভালোবাসি”। প্রতিবার বলার সময়ই তাকে থাপ্পড় মারি। এভাবে ঠিকমতো দৃশ্যটি করতে নয়বার থাপ্পড় মারতে হয়। আমি জানি না পরিচালক কেন আমাদের প্রথম দেখা হওয়ার দৃশ্যটি ফেলে দিয়েছেন। তাই মজা করে পরিচালকের কাছে জিজ্ঞেস করেছি।’ মিমের শেয়ার করা সেই ভিডিওতে পরিচালক রায়হান রাফি মন্তব্য করেছেন, ‘তোমাকে আস্তে মারতে বলছিলাম আমি’, সেখানে ইয়াশ রোহান মন্তব্য করেছেন, ‘আমিও বলেছিলাম আস্তে মারতে।’

মজা করে এসব মন্তব্য করলেও পরিচালক রায়হান রাফি অনেক ভেবেচিন্তেই দৃশ্যটি সিনেমা থেকে বাদ দিয়েছেন। এই পরিচালক বলেন, ‘আমরা আরও অনেক দৃশ্য সিনেমার গল্প ঠিক রাখার কারণে ফেলে দিয়েছি। সিনেমা সম্পাদনার সময় মনে হয়েছে, গল্পে গতি আনার জন্য দৃশ্যটি না থাকলে সিনেমার কোনো ক্ষতি হয় না। দর্শকদের জন্য সিনেমাটির কোনো দৃশ্য যেন ঝুলে না যায়, দর্শক যেন টানটান উত্তেজনার মধ্যে থাকেন, সেসব কারণেই দৃশ্যটি বাদ দিয়েছি।’ পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় ‘পরাণ’। ষষ্ঠ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি এখনো গৌরবের সঙ্গে চলছে। এটি অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে। সেখানে ১৭টি শো’র কোনো টিকিট নেই। সব কটি হাউসফুল। রাফি জানালেন, দর্শকদের চাহিদা কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, কাতার, ফিনল্যান্ডসহ শিগগির ১৯ দেশে পর্যায়ক্রমে মুক্তি পাবে।

Source: Prothomalo


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন