ইউরোপের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা সতর্ক করে বলেছে, করোনা সংক্রমণে বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী মার্চের মধ্যে এই অঞ্চলে আরও সাত লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে। ইউরোপে এখন পর্যন্ত করোনায় ১৫ লাখ মানুষ মারা গেছেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) এসব জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মহামারির কেন্দ্রস্থল হিসাবে ইউরোপের প্রত্যাবর্তনের জন্য কিছু দেশের ভ্যাকসিন প্রদানের মন্থরগতিকে দায়ী করা হয়েছে। এর পাশাপাশি কারণ হিসেবে অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট, ঠাণ্ডা আবহাওয়ায় ঘরে মানুষের সময় কাটানো এবং বিধিনিষেধ শিথিলের কথা বলা হয়েছে।
ডব্লিউএইচও বলেছে, ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ২৫টি দেশেই করোনা পরিস্থিতি ‘অতিমাত্রার উদ্বেগজনক’। এই ধারাবাহিকতা চলতে থাকলে আগামী বছরের মার্চের শুরুতে মোট মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে।
Source: ittefaq